আমাদের সম্পর্কে জানুন

নিশ্চই সকল প্রশংসা আল্লাহর। আমরা তার কাছে আমাদের অন্তরের অনিষ্ট ও আমাদের কাজের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল (ﷺ) এর উপর।

বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নিয়ামত ও রাসুল (ﷺ) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ্। কুরআন ও হাদিসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক ও আর্থিক সচ্ছলতার উপায় হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে পাশ্চাত্যবাদের তথাকথিত নারী-পুরুষের সমতাবিধানের এই অসুস্থ প্রতিযোগিতার পিছনে ছুটতে গিয়ে সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে। শিক্ষা, চাকরিতে, বিয়েতে পাশ্চাত্যের সভ্যতাবিবর্জিত অপসংস্কৃতির অনুপ্রবেশের মূল কারন ইসলামি শার'ঈ বিধান অনুযায়ী না চলা ও পরিপূর্ণ দ্বীনি শিক্ষার অভাব। এর ফলশ্রুতিতে বিয়ে হয়েছে কঠিন আর যিনা-ব্যভিচার, পরকীয়া, ধর্ষন, আত্মহত্যাসহ বিভিন্ন অবক্ষয়ে সমাজ ভারাক্রান্ত।

অন্যদিকে যারা এই ভয়াবহ ফিতনার যুগে স্রোতের প্রতিকূলে গিয়ে সুন্নাহ আঁকড়ে ধরার জন্য পরিবার ও সামাজিক তথাকথিত রীতিনীতির বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদের জন্য দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা যেন অনেক কঠিন হয়ে গিয়েছে। এ সমস্যা সমাধানের জন্যই আমরা ক'জন গুনাহগার বান্দা এমন একটা বাংলাদেশি ম্যাট্রিমনি প্লাটফর্মের স্বপ্ন দেখেছিলাম। ফলশ্রুতিতে ১ জানুয়ারি ২০২১ সাদিকরুন ডটকম যাত্রা শুরু হয়। আল্লাহ'র বিশেষ বরকতে  সাদিকরুনের মাধ্যমে খোঁজ পেয়ে ইতিমধ্যে শত শত বিবাহ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। 

আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শারীয়াসম্মত ইসলামিক ম্যাট্রিমনি প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে দ্বীনদার পাত্রপাত্রী সন্ধান সহজ করা। জাহেলী সমাজের সকল অপসংস্কৃতি ভেঙ্গে যিনা-ব্যভিচার বন্ধ করে বিবাহে উৎসাহিত করা, পাত্রীর পরিবারের জন্য চিরঅভিশাপ- যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন করা এবং নগদ মোহরানায় সুন্নাহ সম্মত বিয়েকে প্রচলিত করা।

পরিকল্পনা রয়েছে যা নিয়ে আমরা প্রতিনিয়ত গবেষণা করছি। সকল মুসলিম ভাইবোনদের কাছে এ খেদমত দক্ষতার সাথে অতি শীঘ্রই পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের নিয়্যত পবিত্র রাখুন, আমাদের সকল নেককাজ সহজ করুন এবং বারকাহ দান করুন। আমিন।